নিজস্ব সংবাদদাতাঃ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং দলের নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করার বিষয়ে জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেছেন, "তারা কী বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করেছে, যা নিয়ে আমি প্রশ্ন তোলার চেষ্টা করছি? আমি বলেছিলাম, লালুপ্রসাদ যাদবের ছেলে হওয়া ছাড়া ওঁর (তেজস্বী যাদব) কোনও পরিচয় নেই। আমি বললাম, ও ক্লাস নাইন ফেল। এটা সত্যি। অনেকে বলেন, স্বল্প শিক্ষিত লোকেরাও বুদ্ধিমান। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি যদি শিক্ষিত না হন, তাহলে সমাজে আপনার অবদান কতটুকু বলুন। শিক্ষার সঙ্গে সক্ষমতার সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর ছেলে হয়েও নবম শ্রেণিতে উত্তীর্ণ না হলে শিক্ষার প্রতি আপনার মানসিকতা প্রকাশ পায়। রাজ্যের মানুষের বোঝা উচিত, যিনি ভাবেন তাঁর পড়াশোনার দরকার নেই, তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কী করবেন।"