পুজোয় এবার জ্যাম-হীন ভ্রমণ! আসরে ট্রাফিক পুলিশ

দোকান! অবৈধ দখলদারি! তৎপর প্রশাসন। চলছে রাস্তা খালি করার কাজ। শহরকে যানজট মুক্ত করতে বড় পদক্ষেপ।

author-image
Pallabi Sanyal
New Update
dsad


দিগ্বিজয় মাহালী, খড়গপুর : পুজোর আগে খড়গপুর শহরকে যানজট মুক্ত করতে কোমর বেঁধে নামল খড়গপুরের ট্রাফিক পুলিশ। খড়গপুরের ইন্দা থেকে নিউ টাউন পর্যন্ত ওটি রোডের ফুটপাত দখল করে অবৈধভাবে একাধিক দোকান গজিয়ে উঠেছে। আর সেই দোকানের জেরেই সন্ধ্যা হলে নামছে এলাকার লোকেদের আড্ডা ও প্রচুর পরিমাণে অবৈধ পার্কিং। ফলে রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এবার এই শহরকে যানজট মুক্ত করতে এবং ফুটপাত দখল করে ঠেলা, টলি রিকশা সহ সমস্ত অবৈধ দোকান গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে খড়গপুর ট্রাফিক পুলিশ। রীতিমত স্থানীয়দেরকে ধমক শুনতে হল পুলিশ প্রশাসনের কাছে। বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিয়েছে খড়গপুর টাউন থানার ট্রাফিক পুলিশ। মোট ৭২টি গাড়ি কে কেস দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। লাগাতার এই অভিযান চলবে বলেও জানিয়েছেন ডিএসপি ট্রাফিক।

hiring 2.jpeg