জলযন্ত্রণা ঘাটালে, দুর্ভোগে পুজো কমিটিগুলি, ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী থেকে ব্যবসায়ী

দুর্ভোগে ঘাটালবাসী।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ বন্যার জল পেরিয়ে মাথায় ঠাকুর নিয়ে মণ্ডপের পথে ডিঙি চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। দীপাবলি উৎসবের মাঝে ভাসছে ঘাটাল শহর ও গ্রামীণ এলাকা। দুর্ভোগে পড়েছেন পুজো কমিটিগুলি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৃৎশিল্পী থেকে ব্যবসায়ীরা।

সূত্র মারফত জানা গিয়েছে এখনও পর্যন্ত ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ড এর মধ্যে ১২ টি ওয়ার্ডে প্লাবিত একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘাটাল শহরের নিচু এলাকাগুলিতে ডুবে রয়েছে রাস্তাঘাট চলছে নৌকো। ঘাটাল শহরের  বিস্তীর্ণ বিভিন্ন এলাকা ডুবে থাকায় অনেক পুজোয় বন্ধ রয়েছে।

জানা গিয়েছে, অনেক পুজো কমিটি উঁচু জায়গায় নম নম করে পুজো সারছেন। বন্যার কারণে পুজো বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পী থেকে ব্যবসায়ীরা। দীপাবলি আলোর উৎসবের মাঝে জল যন্ত্রণার মাঝে চরম দুর্ভোগে ঘাটালবাসী। 

job digbijoy da