নিজস্ব সংবাদদাতা: আকাশে বাতাসে এখন শুধুই বিদায়ের গন্ধ। উমা এসেছিলেন আবার ফিরেও যাচ্ছেন। কেবল বিষাদের সুর সর্বত্র। কিন্তু দুর্গা বিদায়ের পরেই রয়েছে চমক। জলপাইগুড়ি শহর জুড়ে এখন শুধুই অনাবিল আনন্দ। তার কারণ এবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় পুজো কার্নিভাল।
এই কার্নিভাল ঘিরে শহরে চলছে প্রস্তুতি। বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করছেন বিভিন্ন রাস্তা। প্রতিমা নিরঞ্জনের আগে অনুষ্ঠিত হবে রঙিন শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বিভিন্ন পুজো কমিটি। জলপাইগুড়ি শহরের ও আশপাশের অঞ্চলের ছোট বড় প্রতিমা অংশগ্রহণ করবে এই কার্নিভালে।
ঠিক যেমন কলকাতার রেড রোডে কার্নিভাল আয়োজিত হয় একইভাবে উত্তরের জলপাইগুড়ি সেজে উঠবে বিদায়ের মেজাজে। জলপাইগুড়ি শহরের যে রাস্তা দিয়ে পরিক্রমা করবে এই কার্নিভাল সেখানে সুসজ্জিত আল্পনায় সাজানো হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে। বিভিন্ন প্রতিমা এই রাস্তা দিয়েই নিরঞ্জনের পথে এগিয়ে যাবে করলা নদীর দিকে। সুসজ্জিত ট্যাবলো এবং অভিনব শোভাযাত্রায় সাজানো হবে।
এছাড়া উপরি পাওনা থাকছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের কিং সাহেবের ঘাটে করলা নদীতে এই নিরঞ্জন সম্পন্ন হবে। অর্থাৎ এ যেন প্যান্ডেল হপিংয়ের থেকে কোন অংশে কম নয়। মূল অনুষ্ঠানের বেশ কয়েকটি মঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করেছেন উমা বিদায়ের উৎসবে মেতে উঠতে।