নিজস্ব প্রতিনিধি: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের মাড়তলা এলাকায় সত্যেশ্বর জীউর মন্দিরে বাবার মাথায় জলঢালা ও মেলা শুরু হল।
/anm-bengali/media/media_files/X35r9bcXVoApGAIZ1mNY.jpeg)
এই মেলা ও জল ঢালা অতী প্রাচীন।
/anm-bengali/media/media_files/bcRTNagLRug5Ay2HNmy5.jpeg)
কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এইদিনে।
/anm-bengali/media/media_files/3xglFUyitPBEhCWHUJOX.jpeg)
মেলা চলে আরও কয়েকদিন।
/anm-bengali/media/media_files/yQZfkihxBvG9kQize7rz.jpeg)
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এই মেলায় উপস্থিত হন।
/anm-bengali/media/media_files/BQJPUfpELdS5t9gofxWz.jpeg)
তীব্র গরমে ভক্তদের তৃষ্ণা নিবারণের জন্য এএনএম নিউজের পক্ষ থেকে জলদান শিবিরের আয়োজন করা হয়েছে। '
/anm-bengali/media/media_files/VJ7viNWFSqtjMbFAQFkb.jpeg)
যা এএনএম নিউজের একটি ছোটো প্রয়াস।
/anm-bengali/media/media_files/3xuz065CyypRI5cTBYIO.jpeg)
এইদিন প্রায় ৫ হাজার মানুষকে জলদান ও ছোলা দেওয়ার উদ্যোগ নিয়েছে এএনএম নিউজ।
/anm-bengali/media/media_files/E2OwPSJaaVcDJyprL2NF.jpeg)
ইতিমধ্যে প্রায় ৭০০ জনকে এই পরিষেবা দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/VTw95o1YGIyMym6h0jct.jpeg)