নিজস্ব সংবাদদাতাঃ আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। চন্দ্রকোনায় বিভিন্ন এলাকার শিব মন্দিরে শিব ভক্তরা শীলাবতী নদী থেকে বাকে করে জল নিয়ে জল ঢালবে শিবের মাথায়। সেই সমস্ত শিব ভক্তদের সরবত প্রদান করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া সহ তৃনমূল কর্মি সমর্থকেরা।
পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। চন্দ্রকোনার খেজুরডাঙ্গায় রাজ্য সড়কের ধারে বিধায়ক কার্যালয়ের সামনে জলছত্র ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিধায়ক অরুপ ধাড়া ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ।
চন্দ্রকোনার বাঁকা এলাকায় থাকা শিলাবতী নদীতে জল ডুবিয়ে রাজ্যসড়ক হয়ে বিধায়ক কার্যালয়ের পাশ দিয়েই পায়ে হেঁটে বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্য যান শিব ভক্তরা। সেই বিধায়ক কার্যালয়ের সামনে ঠান্ডা পানিয় সহ সরবত শিব ভক্তদের মধ্যে বিলি করেন বিধায়ক অরুপ ধাড়া।
পাশাপাশি আশাকর্মী ও কিছু স্বাস্থ্য কর্মীদের দিয়ে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, প্রায়োজনে শিব ভক্তদের প্রাথমিক মেডিক্যাল পরিষেবা প্রদানের জন্য।