নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে ৪০০টি-রও বেশি আসনে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামতে চলেছে বিজেপি (BJP) দল। শুধু তাই নয়, বাংলার দিকেও বিশেষ নজর দিতে চলেছে গেরুয়া শিবির বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এরই মাঝে বিজেপিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে থাকুক বিজেপি।‘