জয়গাঁর নাবালিকার পরিবারের পাশে এবার জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্ট

একটি ঘটনা এক মাস আগে ঘটেছিল এই আলিপুরদুয়ার জেলার জয়গাঁতে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aedtb

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর থেকে আলিপুরদুয়ার, কোথাও যে মেয়েরা নিরাপদ নয়, তা সমসাময়িক ঘটনা গুলি আমাদের সহজেই বুঝিয়ে দিয়েছে। আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও মেলেনি বিচার, এখনও লড়াই জারি রেখেছে জুনিয়র চিকিৎসকেরা। অথচ তার মধ্যেই রাজ্যে এই রকম হাড়হিম করা ঘটনা ঘটে গিয়েছে একাধিক। সে রকমই একটি ঘটনা এক মাস আগে ঘটেছিল এই আলিপুরদুয়ার জেলার জয়গাঁতে। 

আলিপুরদুয়ারের জয়গাঁয় নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। জেলা পুলিশের তরফে জানা যায়, খুনের দিন নয়, প্রমাণ লোপাট করতে নাবালিকার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মূল অভিযুক্তের ২ সহযোগী এই কাজ করেছিল বলেও তদন্তকারীদের হাতে উঠে আসে প্রমাণ। ঘটনায় দোষীদের গ্রেফতারির দাবিতে সরব হয় জয়গাঁবাসী।

awugj

তবে সেই ঘটনারও একমাস পেরিয়ে গিয়েছে। অভিযুক্তরা গ্রেফতার হলেও এখনও শাস্তি পায়নি। কবে দোষীরা শাস্তি পাবে, তা জানতে চাইছে স্থানীয় বাসিন্দারা। তাই এদিন নাবালিকার পরিবারের সাথে দেখা করতে যান জুনিয়র চিকিৎসকেরা।

এদিন জয়ঁগা নাবালিকা পরিবারের সাথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পাঁচ প্রতিনিধির একটি দল দেখা করেন। এই বিষয়ে উল্লেখ্য মাস খানেক পূর্বে জয়ঁগা থানা এলাকায় এক নাবালিকা শিশুকন্যাকে গণধর্ষণ ও তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তদের গ্ৰেফতার করেছে পুলিশ।

adffhbh

এদিন নাবালিকা পরিবারের সাথে ডাক্তারদের এক দল দেখা করেন। এই বিষয়ে ডাক্তার প্রতিনিধি দলের পক্ষ থেকে ডঃ পুলস্ত্য আচার্য জানান, “এই পরিবারের পাশে আমরা আছি”।

এদিন নাবালিকার পরিবারের সাথে দেখা করে জয়ঁগা শহরে সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার দের প্রতিনিধি দল, যেখানে পথসভা করেন তারা।