নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তর্জা। লোকসভা নির্বাচনের আগে এই গীতাপাঠ ঘিরেই যত রাজনীতি। এবার লক্ষ কণ্ঠ বনাম দশ হাজার কণ্ঠের লড়াই। সৌজন্যে তৃণমূল।
রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে। মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতাপাঠের আসর। সেখানেই অংশগ্রহণ করবেন ১০ হাজার মানুষ। সনাতন সংগঠন গুলিকেই সমর্থন জানাবে তৃণমূল। চন্ডীপাঠের বদলে গীতাপাঠ হবে মন্দিরের সূচনায়।
স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে যতকাণ্ড গীতাপাঠেই!