ট্রাম্প সফরের আগে ইউএই-কে ১.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি, বাড়ছে বিতর্ক
মেষ, বৃষ, মিথুন, কর্কট—কার ভাগ্যে আজ শুভ সংকেত, কারা থাকবেন চাপে? রইল রাশিফল বিশ্লেষণ
১৯ মাস পর মুক্তি! হামাসের হাত থেকে ঘরে ফিরলেন এডান
বাণিজ্য যুদ্ধের ইতি? শুল্ক কমিয়ে বড় পদক্ষেপ আমেরিকা-চিনের
মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে বড় পদক্ষেপ ট্রাম্পের
ফের রাশিয়ার হামলা, ড্রোন হানায় কেঁপে উঠল ইউক্রেন — শান্তির আশা তলানিতে
বড় পরিবর্তন তবে কটাক্ষ আসছে— ট্রাম্পের ‘বিগ বিল’ পাস হলে কী বদলাবে?
আমেরিকায় শরণার্থী হিসেবে পৌঁছালেন ৫৯ শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান
সীমান্তে শান্তির বার্তা, দুই দেশের ঐক্যমত চমকে দিল

অক্ষয় তৃতীয়ায় মমতার স্বপ্নের মন্দির উদ্বোধন— কে কে উপস্থিত থাকবেন সেদিন? বিস্তারিত জানুন

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হতে চলেছে পুরীর আদলে তৈরি নতুন জগন্নাথ মন্দির। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কারা কারা থাকবেন? জানুন

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : দিঘার সমুদ্রপাড়ে এবার জগন্নাথ দর্শনের সুযোগ মিলবে বাঙালির। অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ ৩০ এপ্রিল উদ্বোধন হতে চলেছে রাজ্যের নতুন জগন্নাথ মন্দিরের। পুরীর আদলে তৈরি এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় ২২ একর জমির উপর। নির্মাণে খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। ২০২২ সালের মে মাসে এই প্রকল্পের কাজ শুরু করে হিডকো। দীর্ঘদিনের পরিকল্পনার ফল এবার বাস্তবে পরিণত হতে চলেছে।

publive-image

উদ্বোধনের একদিন আগে, মন্দির চত্বরে আয়োজিত হবে মহাযজ্ঞ। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজদেরও। রাজ্যের তরফ থেকে বিভিন্ন বিশিষ্টজন, শিল্পপতিদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে কোনওভাবেই কুম্ভমেলার মতো ভিড় পরিস্থিতি তৈরি না হয়। তিনি জানিয়েছেন, "অনুষ্ঠানটা শান্তিপূর্ণ ও সুস্থভাবে হওয়াটাই সবচেয়ে জরুরি। কিছু মানুষ আছেন, যাঁদের লক্ষ্য এই ধরনের আয়োজনে সমস্যা তৈরি করা। সেটা যাতে না হয়, সেই দায়িত্ব নিতে হবে প্রশাসনকে।"

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, দিঘার এই মন্দির শুধুই ধর্মীয় স্থান নয়, এটা পর্যটনেরও নতুন দিক খুলে দেবে। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, স্থানীয় বাজার ও ব্যবসাও উন্নত হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই উদ্বোধনে, সেই কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এলইডি টিভির মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারেরও নির্দেশ দিয়েছেন তিনি। যাতে সবাই, যেখানে থাকুন না কেন, এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারেন।

publive-image

উদ্বোধনের পর মন্দিরের দায়িত্ব দেওয়া হবে ইসকনের হাতে। পুরীর মতো এই মন্দিরেও ধ্বজা উত্তোলনের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই দিঘার সৈকত শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। ভক্তদের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন। রাজ্যের মানচিত্রে এবার দিঘা শুধু ছুটি কাটানোর জায়গা নয়, হয়ে উঠতে চলেছে এক নতুন তীর্থক্ষেত্র।