EXCLUSIVE: 'ওড়িশাতে ব্যাপক জয়, উত্তর প্রদেশে এতটা অবনতি'! হতাশ জয়ী সাংসদ?

বিজেপি ও এনডিএ জোটের সার্বিক ফল কি আশানুরূপ?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
1646330378_jagannath.jpg

ফাইল ছবি

অনুস্মিতা ভট্টাচার্য: লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে গতকাল। বাংলায় ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ওদিকে '৪০০ পার' করতে পারেনি এনডিএ। দেশজুড়ে বিজেপির সার্বিক ফল নিয়ে ও দলের ঘাটতি নিয়ে আমাদের সাথে কথা বললেন রানাঘাট কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। 

jagannath.jpg

জয়ী সাংসদ বলেন, 'দেখুন জাতীয় রাজনীতিতে যা ফল এসেছে এটা কিন্তু সর্বত্র একইরকম নয়। কোথাও আমাদের দারুণ ফল এসেছে। কেন যে একেকটা রাজ্যে এরকম ফল হল... সাধারণত এরকম হয় না। যেমন ওড়িশাতে আমাদের ব্যাপক জয় যেটা আমরা আশা করিনি, ঠিক তেমনি উত্তর প্রদেশে এতটা অবনতি সেটাও আশা করিনি। দক্ষিণ ভারতে কেরলে বিশেষ করে খাতা খুলবে এটাও আশা ছিল না কিন্তু আমরা খাতা খুলতে পেরেছি। এরকমই মিশ্র ফলাফলের মধ্যে দিয়ে আমরা ভালো রেজাল্টই করেছি। খারাপ কিছু নেই। এখানে হতাশার কিছু নেই। আর একটা সরকার দশ বছর রাজত্ব করেছে তারপরেও আমরা ক্ষমতায় আসব, এটাও বা কম পাওনা নাকি'।

Add 1