জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা, এর মধ্যেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস

রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

author-image
Adrita
New Update
শীত রাত পশ্চিমবঙ্গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ রা জানুয়ারি, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে যে, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে ঠান্ডার দাপটের মধ্যেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

ফের শীতের প্রভাব, অনেকটা নামল কলকাতার পারদ

জানা গিয়েছে, আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ৪ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী ৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল কলকাতায় এক ধাক্কায় পারদ নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে।

কলকাতা: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে আবার ফিরছে শীত

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬৬ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১১ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৮.০ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.৫৯  কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩১৬ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।

কলকাতায় শীতের প্রভাব লক্ষ্য করা যাবে