নিজস্ব সংবাদদাতা: এবার মমতা ব্যানার্জিকে এযাবৎ ফেরে চরমতম নিশানা করলেন বাংলার নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
তিনি বলেন, "জাফরাবাদে নিহত হিন্দু বাবা-ছেলেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদের পরিবার সেই অর্থ গ্রহণে স্পষ্টভাবে অস্বীকার করেছে। এ থেকেই স্পষ্ট, মুখ্যমন্ত্রী হয়তো ভুলেই গেছেন—সবার আত্মমর্যাদা টাকা দিয়ে কেনা যায় না। সবাই তাঁর দুধ-দেওয়া গরু নয়, আর নয় তাঁর দলের সুবিধাভোগী কর্মী-সমর্থকদের মতো বিক্রি হওয়া মানুষ। তৃণমূল কংগ্রেসে থাকা হিন্দুরা হয়তো মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখনো তাঁদের আত্মমর্যাদা বিকিয়ে দেয়নি। তাঁরা জানেন, ন্যায়বিচার টাকা দিয়ে মেটানো যায় না"।