নিজস্ব সংবাদদাতা: কোলাঘাটে এক স্বর্ণব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, নগদ ১৪ লক্ষ টাকা ও ৪০ হাজার টাকার গয়না ছিনতাই করা হয়েছে। এটাই প্রথম নয় বছর সাতেক আগে তাঁদের দোকানে লুঠ চালায় দুষ্কৃতীরা। সেই সময় পুলিশে জানানো হয়েছিল। ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি স্বর্ণব্যবসায়ী বাবার। অন্য এক স্বর্ণব্যবসায়ী বলেন, নিহত বন্দকী কারকার করতেন। সেখান থেকে তাঁকে খুন করা হতে পারে। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, পরিচিত কারও হাতেই খুন হতে হয়েছে ব্যবসায়ীকে। লুঠের সময় দুষ্কৃতীকে চিনে ফেলার জন্যই খুন। লুঠের জন্য খুন নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।