উচ্ছেদের আশঙ্কায় স্মারকলিপি প্রদান

দুর্গাপুরে ইস্পাত কারখানার জন্য উচ্ছেদ করা হয়েছিল ৯ টি গ্রামের বাসিন্দাদের। অথচ তাদের দলিল নেই। প্রতি মুহূর্তে আশঙ্কায় থাকছেন তারা। এই মর্মে দিলেন স্মারক লিপি। দাবি ৫ টি।

author-image
Pallabi Sanyal
New Update
123



হরি ঘোষ, দুর্গাপুর : শহরের ভুমিপুত্রদের ভিটেমাটি উচ্ছেদের আশঙ্কায় মহকুমা শাসককে স্মারকলিপি পেশ। বুধবার গোপালমাঠ গ্রামের বাসিন্দারা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে আসেন ও বিক্ষোভ প্রদর্শন করেন। পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। দুর্গাপুর ইস্পাত কারখানা চালু হওয়ার সময় নটি গ্রামকে উচ্ছেদ করা হয়েছিল, তার মধ্যে গোপালমাঠ অন্যতম। কিন্তু আজ পর্যন্ত ওখানকার বাসিন্দাদের জমির দলিল নেই। সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য তামলা পলাশ ডিহা ইত্যাদি স্থানে উচ্ছেদের নোটিশ টাঙিয়েছে। গোপালমাঠ বাসীদের আশঙ্কা তাদেরও হয়তো উচ্ছেদ নোটিশ আসতে পারে। সে কারণেই ভূমি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন শুরু করেছেন গোপাল মাঠের বাসিন্দারা।

 

123