তৃণমূলে যোগ আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর, খেলা ঘুরল ভাঙড়ে

ভাঙড়ে ফের বড় জয় পেল তৃণমূল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
isf tmc

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ ভাঙড়ের আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর তৃণমূলে যোগদান। রবিবার তৃণমূলে যোগ দেন আইএসএফ প্রার্থী। বিধায়ক শওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ভাঙড়ের চালতাবেড়িয়া থেকে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে জয়ী হন নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা। সেই সাদিকুলই রবিবার ক্যানিংয়ের বিধায়ক সওকত মোল্লা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের হাত ধরে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।

সাদিকুল মোল্লার দাবি, "আমি তো তৃণমূলই করতাম। কংগ্রেসের আমল থেকে তৃণমূল করতাম। মাঝে বিশেষ কারণবশত নির্দল হয়ে যাই। আবার দলে ফিরেছি। এই দল আমি ভালবাসি তাই ফিরেছি।" এদিকে অভিযোগ উঠেছে, সাদিকুল আইএসএফের সমর্থনে জিতলেও পরে দলবদলের সিদ্ধান্ত সামনে আসায় তাঁর জয়সূচক শংসাপত্র কেড়ে নেওয়া হয়েছে।