৭০ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা! এই জেলায় সকাল সকাল নামবে ঝমঝমিয়ে বৃষ্টি

বৃষ্টির আমেজ রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে কই? অবশেষে এই জেলায় মিলল সুখবর। আসছে বৃষ্টি।

author-image
Anusmita Bhattacharya
New Update
heavy rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রাক বর্ষার বৃষ্টি এসে গেছে। তবু আসব আসব করেও রাজ্যে পুরোদস্তুর বর্ষার আগমন ঘটছে না। বুধবার রাজ্যে বর্ষা ঢুকবে বলে জানা গেছে। তবে তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ জেলা। গরম থাকলেও দমবন্ধ করা পরিস্থিতি নাকি আর থাকবে না।

তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে থাকতে পারে। আজ সকালে ৭০ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার রাতের দিকে ৬০ শতাংশের আশেপাশে বৃষ্টির সম্ভাবনা। রবিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিবেগে বইবে হাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।