রাজনীতির আখড়া নাকি? পঞ্চায়েত ভবনও বদলে গেল সাদা-নীল থেকে গেরুয়ায়

দিন কয়েক আগেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবন গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
x890

File Picture

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভবনের রঙ নিয়ে বিতর্ক। আর সেই বিতর্কের অবসান হল রঙ বদলে। ঘটনা পুরাতন মালদার বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের। দিন কয়েক আগেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবন গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। 

শাসক তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্যরা মিলে গ্রাম পঞ্চায়েত অফিসকে তাদের দলীয় অফিসে রূপ দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই সরকারি ভবনে নীল-সাদার পরিবর্তে গেরুয়া রঙ করা হয়েছে। তাই তৃণমূলের পক্ষ থেকেই এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয়। 

x67y

আর এই অভিযোগ জানানোর পর এদিন সকাল থেকেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবনের গেরুয়া রঙ মুছে তার উপর সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়। 

ঘটনায় পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি দিলীপ হেমব্রম অভিযোগ করে বলেন, সরকারি পঞ্চায়েত ভবনে বিজেপি নিজেদের দলীয় কার্যালয় মনে করে গেরুয়া রঙে রাঙিয়ে তুলেছিল। এর বিরুদ্ধে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর অভিযোগ জানানোর পর বিজেপির প্রধানের বোধোদয় হয়েছে। গেরুয়া মুছে নীল-সাদা রঙ করা হচ্ছে। 

x56t

যদিও ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান প্রভুনাথ দুবের বক্তব্য, তারা সামান্য রঙ বিতর্ক চাননা। মানুষের কাজ করতে চান। তৃণমূলের পায়ের তলায় চটি নেই বলেই অহেতুক বিতর্ক তৈরি করেছে। প্রশাসনের মাধ্যমে রঙ পাল্টাতে চাপ সৃষ্টি করেছে। সেই চাপে পড়েই গেরুয়া রঙ মুছে নীল-সাদা রঙ করছেন।