বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: ফের কি বাঘ সারেঙ্গায়? শনিবারের পর ফের 'অজানা জন্তুর' পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়।
সোমবার সকালে সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বড়দি গ্রামের চাষের জমির মধ্যে "অজানা জন্তুর" পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীদের একাংশ। এরপর তারা খবর দেন স্থানীয় পিড়রগাড়ী মোড় রেঞ্জে। খবর পেয়ে বড়দি গ্রামের ওই মাঠে উপস্থিত হন বন দফতর ও সারেঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা। বন দফতরের পক্ষ থেকে পায়ের ছাপগুলি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে।
এদিকে, গত শনিবার সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলের পড়্যাশোল জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা যায় বলে জানিয়েছে এলাকাবাসী। এরপর আজ সোমবার সকালে নেতুরপুর গ্রামের চাষের জমিতে এক অজানা জন্তুর পায়ের ছাপের সন্ধান মেলে। গ্রামবাসীদের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিতভাবেই বাঘেরই। সারেঙ্গা ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র কংসাবতী নদীর তীরের বড়দি পাহাড়। সেই পর্যটন কেন্দ্রের পাশেই গ্রামের মাঠের মধ্যে এবার মিলল পায়ের ছাপ। এই পায়ের ছাপ ঘিরে এবার বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। স্থানীয় বাসিন্দা ঊষা মাহাতো, রতন কিস্কুর দাবি, "গতকাল রাতে গ্রামের কুকুরগুলো খুব ডাকাডাকি করছিল। আজ সকালে জমির মধ্যে এই ছাপ মেলে। আমরা ভয়ের মধ্যে আছি। বন দফতরের লোক ও পুলিশ এসে এই পায়ের ছাপগুলি দেখে গেছে।"