চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা! শুরু বিতর্ক

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চাঞ্চল্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
money3

নিজস্ব সংবাদদাতা: সত্যি কি শুরু হবে 'অন্নপূর্ণা ভাণ্ডার'? আবেদনের দিনক্ষণ জানিয়ে দিল একটি ফ্লেক্স যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। এমনই ছবি উঠে এল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থেকে। ফর্ম পাওয়ার জন্য 'মিথ্যাবাদী' বিজেপি নেতাদের কাছে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ফ্লেক্সে লেখা রয়েছে, "গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার ৩০০০ টাকা। নীচে লেখা রয়েছে আবেদন করতে পারবেন ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে। প্রচারে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ।" 

লোকসভা নির্বাচনের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের বিপরীতে 'অন্নপূর্ণা ভাণ্ডার'-কে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার চালাচ্ছিলেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও দিকে দিকে প্রচারে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে ৩০০০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রতি দেন। মেদিনীপুরে আসনটি বিজেপি হারালেও কেন্দ্রে পুনরায় ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এসেছে। তবে চালু হয়নি অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি চালু করবে না কেন এই নিয়ে তরজা চলছে। মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদে বিজেপির অগ্নিমিত্রা পাল তৃণমূলের জুন মালিয়ার থেকে ৩ ভোটে এগিয়ে ছিলেন। 

Add 1