নিজস্ব সংবাদদাতা: বুধবার ভোররাতে আসানসোলের বার্নপুরে বেশ কয়েকটি জায়গায় অভিযানের জেরে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাক্তন বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের নেতা সোহরাব আলির রহমতনগরের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের তরফে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা নয়টি গাড়িতে করে এখানে পৌঁছেছেন।সকাল সাড়ে ৫টার দিকে আয়কর দফতরের দলটি এখানে আসে। তদন্ত শুরু করে। যদি রিপোর্টগুলি থেকে মনে করা হচ্ছে, রহমত নগর ছাড়াও আসানসোলের আরও কয়েকটি এলাকায়, বিশেষ করে লোহা ব্যবসায়ীদের চত্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযান চালিয়েছে। যানা গিয়েছে, রাজ্যের প্রায় ৩৫টি জায়গাতে একসঙ্গে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। রায়গঞ্জ, আসানসোল, পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।