মাফিয়াদের দমন করতে এলেন 'দাবাং' আইপিএস অফিসার

কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলিষ্ঠ পুলিশ অফিসার ডাঃ ভারত লাল মীনাকে বাঁকুড়া রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ করল রাজ্য সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
bharat

ডাঃ ভারত লাল মীনা

নিজস্ব প্রতিনিধিঃ কয়লা মাফিয়াদের (Coal Mafia) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলিষ্ঠ পুলিশ অফিসার (Police Officer) ডাঃ ভারত লাল মীনাকে (Bharat Lal Meena) বাঁকুড়া রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ করল রাজ্য সরকার (State Govt)। মীনাকে সম্প্রতি ট্রাফিক থেকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে (ডাব্লুবিপিআরবি) বদলি করা হয়েছিল। কিন্তু একেবারে ফিল্মি কায়দায় কয়লা মাফিয়া ডন রাজু ঝা-র হত্যাকাণ্ডের (Raju Jha Murder) কয়েক দিন পরেই ভারত লাল মীনাকে বাঁকুড়ায় পাঠানো হয়। 

letter

রাজ্য পুলিশ (West Bengal Police) সদর দফতরের মতে, মীনা একজন কঠোর, পরিশ্রমী অফিসার হিসাবে পরিচিত, যিনি অপরাধীদের মধ্যে ভয়ের সৃষ্টি করতে সক্ষম। অন্যদিকে বামপন্থী উগ্রবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সিনিয়র আইপিএস অফিসার (IPS Officer) জ্ঞানবন্ত সিংকে এডিজি সিআইএফ হিসাবে নিয়োগ করা হয়েছে, ডিপি সিংকে ইবি থেকে ট্র্যাফিক পুলিশের মহাপরিদর্শক হিসাবে বদলি করা হয়েছে।