ভয়াবহ আগুন সরকারি দফতরে। দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য। জমিদাতাদের জমি হাত ছাড়া হওয়ার আশঙ্কা। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। নেপথ্যে কোন কারণ? ষড়যন্ত্র? এবার তদন্তে ফরেন্সিক বিভাগ।
হরি ঘোষ, দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করলো দুর্গাপুরের ফরেনসিক বিভাগ।পাশাপাশি জনগণের পরিষেবা দিতে এডিডিএ'র পক্ষ থেকে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এডিডিএ'র কার্যালয় চত্বরে ওই ক্যাম্পে এডিডিএ'র আধিকারিক ও কর্মীরা রয়েছেন। এডিডিএ'তে বিভিন্ন কাজে আসা মানুষজনকে তাঁরা প্রাথমিক পরিষেবা ও অনুসন্ধান দিচ্ছেন।এছাড়াও ভস্মীভূত হয়ে যাওয়া তিনতলায় পরিষ্কার করার কাজ চলছে।
উল্লেখ্য, সোমবার রাত দুটো নাগাদ হঠাৎই আগুন লাগে দুর্গাপুরের এডিডিএ'র কার্যালয়ের তিনতলায়। তড়িঘড়ি ঘটনাস্থলে দুর্গাপুরের দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেই ডিএসপি, অণ্ডাল বিমানবন্দর, ডিভিসি কর্তৃপক্ষের দমকলের ইঞ্জিন আসে আগুনে নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে আসেন জেলাশাসক, মহকুমাশাসক, এডিডিএ'র চেয়ারম্যান ও সিও সহ সমস্ত আধিকার ও কমীরা। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক তদন্তের জন্য এডিডিএ'র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ফরেনসিক বিভাগকে জানান। এদিন সকালে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিভাগে ৫ জনের একটি প্রতিনিধি দল আসেন। এছাড়াও দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে। যদিও বুধবার ঘটনাস্থল উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে আরও দুটি দমকলের ইঞ্জিন আসে।