RG Kar Case: আরও বিপাকে অভীক দে! এবার তদন্ত কমিটি গঠন

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ljkn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, এবার অভীক দে'র বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগের পরিপেক্ষিতে এবার অভীক দে'র বিরুদ্ধে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সেই কমিটি তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে। বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই অভিযোগ তুলছিলেন, কলেজে 'থ্রেট কালচার'-এর আহ্বায়ক এই অভীক দে। একইসঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা দাবি করেন, আরজি করের ঘটনার পর বর্ধমান মেডিকেলে এসেছিলেন অভীক।

জুনিয়র ডাক্তারদের আরও অভিযোগ ছিল, বর্ধমান মেডিকেলের লেকচার থিয়েটার হলে ১১ অগস্ট এসেছিলেন অভীক। মেডিকেলের ছাত্রছাত্রী, ট্রেনিদের সঙ্গে মিটিং করে স্বীকারও করেন অভীক, আরজি করে ঘটনাস্থলে ছিলেন। মৃতদেহ উনি দেখে এসেছেন।

এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি। আবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসারও ছিলেন। আরজি করের সেমিনার হলের একটি ভিডিও সামনে আসে। তাতেই প্রথম দেখা যায় অভীককে। লাল জামা পরা অভীককে লালবাজার যদিও বলেছিল, 'ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট'। যদিও ঘটনাক্রম বহুদূর এগিয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, অভীকের সদস্যপদ বাতিল করা হয়েছে। অভীক দে'কে বরখাস্ত করে তৃণমূল ছাত্র পরিষদও। সেই অভীকের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি বর্ধমান মেডিকেলের।