স্কুলের প্রত্যেকটি রুমে ইন্টারনেট ও ডিজিটাল ক্লাসের সূচনা

ডিজিটাল ক্লাসের সূচনা।   

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের  কুলডিহা  ক্ষুদ্রমনি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি রুমে ডিজিটাল ক্লাস শুরু হল। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে  সাড়ম্বরে উদ্বোধন হল ক্লাস রুম গুলির। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার  ডি. পি.এস.সির চেয়ারম্যান অনিমেষ দে ডেবরা চক্রের  এস.আই. এস. সাথী দেসহ অন্যান্যরা।চেয়ারম্যান অনিমেষ দে জানান, "পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম একটি আমার দেখা প্রাইমারি  স্কুল যেখানে সমস্ত ক্লাসরুম ডিজিটাল হল।আমি আসতে পেরে  খুব খুসি হয়েছি"।

প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইত জানান, '' আমাদের স্কুলে একটিই ডিজিটাল ক্লাস রুম ছিল। বর্তমানে ব্রেথওয়ে নামক একটি সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাস রুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো। পাশাপাশি কোনো শিক্ষক যদি কোনো কারন বসত স্কুলে আসতে না পারেন, তাহলে বাড়ী থেকে বা মোবাইল দিয়ে স্কুলের পড়া পড়াতে পারবেন। আধুনিক যুগে এই ডিজিটাল মাধ্যম বাচ্চাদের খুবই প্রয়োজন। মোট ৫ টি ক্লাস রুমকেই ডিজিটাল ক্লাস রুম করা হয়েছে ৷ ''