ফিরে পাওয়া! হাওড়া সিটি পুলিশের উদ্যোগে মুখে হাসি শতাধিক মানুষের

কোন না কোনো কারণে মোবাইল ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তার চেয়ে আর বেশি বিপদ আজকের দিনে কিই বা হতে পারে। এদিক থেকে বড় উদ্যোগ পুলিশের।

author-image
Pallabi Sanyal
New Update
োোোো

নিজস্ব সংবাদদাতা : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা মালিকদের হাতে তুলো দিল পুলিশ। হাওড়া সিটি পুলিশের তরফে 'ফিরে পাওয়া' নামক একটি উদ্যোগ গৃহীত হয়েছে। এর অধীনে ১০৫ জন নাগরিক এবার ফিরে পেলেন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে হাওড়া সিটি পুলিশের  'ফিরে পাওয়া'।   সেই উদ্যোগের নিরিখেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায়, মঙ্গলবার সাঁকরাইল থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাধারণ নাগরিকদের হাতে তাদের মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  এডিসিপি (সাউথ ডিভিশন) ।  হারানো ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকরাও।