অন্ডাল বিমান নগরীর পরিকাঠামোগত ত্রুটি! হল বৈঠক

কে কে ছিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-17 at 4.29.09 PM

হরি ঘোষ, দুর্গাপুর : অন্ডাল বিমান নগরীর আভ্যন্তরীন পরিকাঠামোর রয়েছে বেশ কিছু সমস্যা। এই ইস্যুতেই আজ সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারী হোটেলে বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদের সাথে বৈঠক করল অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত অন্ডাল বিমান নগরীর রাস্তা ঘাট, নালা সহ আরও বেশ কিছু ইস্যুতে এদিন বৈঠক হয় যার মধ্যে পথবাতি, জল নিকাশী ব্যবস্থা , পরিবহন ব্যবস্থা , সিন্ডিকেট রাজ , দেশীয় থেকে আন্তর্জাতিক বিমান বন্দরের রূপায়ন ইত্যাদি একাধিক ইস্যু ছিল। মূলত অন্ডাল বিমান নগরীতে যারা জমি কিনেছেন, তাদের নিয়েই গঠিত এই অ্যাসোসিয়েশন। অ্যাসোশিয়েশনের সম্পাদক সঞ্জয় পাল জানান যে এই বৈঠক ফলপ্রসু হয়েছে।

পাশাপাশি সাংসদ কীর্তি আজাদও এদিনের বৈঠক নিয়ে আশা প্রকাশ করেছেন। মূলত এই বিমান নগরীর দায়িত্বে রয়েছে বেঙ্গল অ্যারিট্রোপলিশ, যার চেয়ারম্যান খোদ রাজ্যের মুখ্যসচিব। অবিলম্বে মুখ্য সচিবকে বিষয়টি জানিয়ে চিঠি লিখবেন বলে জানান সাংসদ।