মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন দায়ভার নিয়েছেন ইন্দ্রনীল সেন

পদভার নিলেন নতুন এমএসভিপি।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতি ও শিশু মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল গোটা রাজ্য। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার, নার্স সহ পিজিটি মিলিয়ে ১২ জনকে সাসপেন্ড করেছে। পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি জয়ন্ত কুমার রাউতকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সেই জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজের ডক্টর ইন্দ্রনীল সেনকে।

জানা গিয়েছে, শুক্রবার ইন্দ্রনীল সেন মেদিনীপুর মেডিকেল কলেজে এসে তার দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে একটি বিশেষ বৈঠক করেন বলেও সূত্রের খবর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ' সবে আমি মেডিকেল কলেজে এসেছি, পুরো বিষয়টা আমি দেখার পরই আপনাদের সামনে জানাতে পারব। আমাকে একটু সময় দিন, সবে দায়িত্ব নিয়েছি, সরকার আমাকে যে যে বিষয়গুলি দেখার জন্য পাঠিয়েছি, সেগুলি দেখে বুঝে নিয়ে তারপর সব বলতে পারবো। ' 

স্বাস্থ্য ভবন থেকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথ পালন করার চেষ্টা করছি। অনেক কিছু বুঝে নেওয়ার বিষয় রয়েছে সেই সমস্ত দিকগুলি আমি এখন প্রথমে দেখে নিচ্ছি। ''