নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা অন্তর্গত করকাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল এক ভারতীয় সেনার। শোকের ছায়া এলাকায়।
জানা গিয়েছে, গত প্রায় ২৫ দিন আগে নিজের গ্রামের বাড়ি ছুটি নিয়ে এসেছিলেন পিংলার করকায় এলাকার বাসিন্দা তথা সেনা যুবা নন্দদুলাল পন্ডিত(২৪)।গত ৮ তারিখ মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে করকাই এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন। এরপর তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় দুদিন আগে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর নাগাদ তাঁর নিথর দেহ গ্রামে নিয়ে আসা হয়। ভারতীয় জাওনরা সেনার গাড়ি নিয়ে তাঁর কাফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন।গান স্যালুটে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, নন্দবাবু বাড়ির কনিষ্ঠ সন্তান। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।বাড়িতে বাবা মা, দাদা বৌদি, তাঁদের সন্তান রয়েছে। মৃত যুবক অবিবাহিত ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় বাড়ির ছোট ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা পরিবার। স্থানীয় এক এলাকাবাসী কমল পাখিরার বক্তব্য, "আমরা একজন ভালো মানুষ এবং সেই সাথে দেশের এক সেনা কর্মীকে হারালাম। আমরা গভীরভাবে শোকাহত।"