নিজস্ব সংবাদদাতা : ২০২৫ সালের মহাকুম্ভ মেলার জন্য ভারতীয় রেলওয়ে বিশাল প্রস্তুতি নিচ্ছে। পূর্ব উপকূল রেলওয়ের সিপিআরও অশোক কুমার মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ মেলার জন্য ভারতীয় রেলওয়ে ১৩,০০০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্রেন দেশের বিভিন্ন স্থান থেকে মেলা প্রাঙ্গণে আসা তীর্থযাত্রীদের সুবিধার্থে পরিচালিত হবে।
বিশেষত, পূর্ব উপকূল রেলওয়ে জানুয়ারি মাসে ওড়িশার পুরী, ভুবনেশ্বর, তিতলাগড় এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৫টি ট্রেন চালাবে। এসব ট্রেন মোট ৪৮টি ট্রিপ করবে, যা সাধারণত চলা ট্রেনের চেয়ে অতিরিক্ত সংখ্যক যাত্রী পরিবহন করবে।
এছাড়া, ওড়িশা থেকে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় ওড়িয়াতে একটি কিয়স্ক স্থাপন করা হয়েছে, যেখানে যাত্রীরা তাদের যাত্রাসংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন। মহাকুম্ভ মেলায় বিপুল সংখ্যক তীর্থযাত্রীর আগমনকে সামনে রেখে এই উদ্যোগ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।