এ যেন ভগবানের দান। এত ছোট বয়সেই এত ট্যালেন্ট। মাত্র ২ বছরের গড় গড়িয়ে বলে দিচ্ছে একের পর এক দেশের রাজধানীর নাম! দুর্গাপুরে বিস্ময় বালকের কীর্তিতে গর্বিত বাবা-মা।
হরি ঘোষ, দুর্গাপুর : বয়স মাত্র ২ বছর ২ মাস , তার মধ্যেই গড়গড় করে বলে দিচ্ছে সব রাজ্যের রাজধানীর নাম। বলে দিচ্ছে জাতীয় সব চিহ্নের নাম , মাত্র ১০ মিনিটে প্রায় ৯৮ টি নাম অবলীলায় বলে দিচ্ছে খুদে অভিমন্যু। আর সেই ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কাছে পাঠাতেই কেল্লাফতে। খুদে অভিমন্যুর নামে শংশাপত্র,মেডেল সহ বুক অফ রেকর্ডসের বই বাড়িতে চলে এল ডাকযোগে । এই মুহূর্তে দুর্গাপুরের বিস্ময় বালকের কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা । দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনীর বাসিন্দা অভিমন্যু নন্দীর প্রখর স্মৃতিশক্তি। যবে থেকে কথা বলতে শিখেছে , তারপর থেকেই সব মনে রাখতে পারে এই খুদে। জানাচ্ছেন অভিমন্যুর বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী। বাবা পেশায় ব্যবসায়ী , মা গৃহবধু। মায়ের কাছেই শিক্ষা ছোট্ট অভিমন্যুর। এখনও আধো আধো কথা , তার মধ্যেই বলে দিচ্ছে কঠিন কঠিন শব্দ। শুধু তাই নয় , এখন অভিমন্যু শিখছে পৃথিবীর বিভিন্ন দেশ ও তার রাজধানীর নাম। এখনও স্কুলে ভর্তি হয় নি , তার মধ্যেই এই বিস্ময় বালকের বিরল প্রতিভা প্রকাশ্যে এল। অভিমন্যুর বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট অভিমন্যু খেলে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পাঠানো মেডেল নিয়ে খেলা করছে। এই মেডেল কিংবা শংসা পত্রের গুরুত্ব এই বয়সে না বুঝলেও মা , বাবা বুঝেছেন যে ছেলে বিরল প্রতিভার অধিকারী, তাই আগামী দিনে ছেলে আরও নাম করুক,এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি।