নিজস্ব সংবাদদাতা: মালদায় ভারত বাংলাদেশ কাঁটাতারের কাছে আক্রান্ত বিএসএফ। গভীর রাতে কাঁটাতারের কাছে বাংলাদেশী চোরাকারবারিদের দেখতে পেয়ে বাধা দেয় বিএসএফ। হাই বিম টর্চ জ্বালিয়ে চোরাকারবারীদের আটকায় বিএসএফ। পাল্টা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় বাংলাদেশী চোরাকারবারিরা। অবশেষে আত্মরক্ষার স্বার্থে শূন্যে দুই রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। গোলমাল দেখে ঘটনাস্থলে জড়ো হয় বাকি জওয়ানরা, তারা জড়ো হলে পালিয়ে যায় চোরাকারবারিরা।