নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সময় এগিয়ে আসছে। রাজনৈতিক দলগুলিও কোমব বেঁধে লেগে পড়েছে দেওয়াল দখলের কাজে। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়নি তো কী! তার ওপর প্রার্থীর নাম ঘোষণা করতেও এখনও দেরি আছে। তার আগে কাজ গোছাচ্ছে রাজনৈতিক দলগুলি। প্রার্থীর নামের জায়গা টুকু বাকি রেখেই চলছে দেওয়াল সজ্জা। দেলর প্রতীক এঁকে চলছে দেওয়াল দখল। এভাবেই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ভোটের লড়াইয়ের আগে দেখা যাচ্ছে দেওয়াল দখলেরই লড়াইয়ের ছবি। এবার এই লড়াইয়ে এগিয়ে গেল নির্দলরা। শাসক-বিরোধীদের পিছনে ফেলে দিয়ে তাক লাগাল তারা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের ভরতপুর, রাধাকৃষ্ণপুর, মজলিসপুর সহ একাধিক এলাকায় জোর কদমে চলছে দেওয়াল লিখনের কাজ। একাধিক দেওয়াল চুন দিয়ে দখল করা হয়েছে । সেখানে নির্দলদের নামের উল্লেখ রয়েছে। গোটা ঘটনাকে তৃণমূলের কোন্দল বলে কটাক্ষ বিরোধীদের। গোটা ঘটনায় উচ্চ নেতৃত্বের দিকে অভিযোগে আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁর অভিযোগ, নেতৃত্বের একাংশের মদতে কিছু যুবককে দিয়ে এই কাজ করানো হচ্ছে। পঞ্চায়েতে নির্দল হিসেবে ভোটে তাঁদের দাঁড় করানো হবে। ভোটে জিতলে তাঁদের তৃণমূলের ফিরিয়ে নেওয়া হবে।