নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ নির্দল কর্মীর উপর কুড়ুল দিয়ে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। আক্রান্ত নির্দল কর্মী ও আরও একজন মহিলা বর্তমানে ঝাড়গ্রাম (Jhargram) মেডিক্যাল কলেজে ভর্তি। নির্দল প্রার্থী মালিনী মূর্মূ এবং লক্ষী মূর্মূর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের কাজলা বুথে নির্দল পার্টির কর্মীরা প্রচারে গেলে সেখানে তাদের কর্মীদের উপর আক্রমণ চালায় তৃণমূলের প্রার্থী ও কর্মীরা বলে অভিযোগ।
নির্দল কর্মীরা নির্দল প্রার্থী মালিনী মূর্মূ এবং লক্ষী মূর্মূর হয়ে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সে সময় তৃণমূল প্রার্থী সুমিত্রা খিলাড়ি এবং আর এক কর্মী কুঞ্জ খিলাড়ি কুড়ুল ও লাঠি নিয়ে নির্দল কর্মী টোকেন খিলাড়ি ও তার স্ত্রী সুবিতা খিলাড়ির উপর চড়াও হয়। কুড়ুল, লাঠি দিয়ে বুকে, হাতে পিঠে মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূল প্রার্থী সহ দুজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান এক নির্দল প্রার্থীর স্বামী তোতা মূর্মূ।