নির্দলে নমিনেশন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের!

তৃণমূলের কর্মীরা নমিনেশন জমা করলেন নির্দলে! বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া মিলেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত ও টালের সিপিএম নেতা তথা জেলা কমিটির সদস্য চিন্ময় পাল সহ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বুথের কর্মীদের মতামত না নিয়েই তৃণমূলের প্রার্থী বাছাই! সেই প্রার্থী পছন্দ নয় তৃণমূল নেতা কর্মীদের একাংশের। তাই নির্দলে নমিনেশন জমা বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের।

একাধিকবার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, এমনকি অভিষেক ব্যানার্জিকে জানানো হলেও প্রার্থী তালিকাতে বিস্তর ফারাক। বুথ স্তরের তৃণমূল কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। তাই তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নির্দলে নমিনেশন করলেন। এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের। সোমবার ঘাটাল বিডিও অফিসে গিয়ে তৃণমূলের কর্মীরা নমিনেশন জমা করলেন নির্দলে। ঘাটাল ব্লকের দেয়ানচক ১ গ্রাম পঞ্চায়েতের নলগেড়িয়া, রঘুনাথপুর, চকসাদি গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই তৃণমূল করে আসছেন। এমনকি অঞ্চলের একাধিক পদের দায়িত্ব সামলেছেন অনেকেই। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই নেতাকর্মীদের কথা না শুনে তৃণমূলের ব্লক স্তরীয় নেতাকর্মীরা নিজেদের খেয়াল খুশি মতো প্রার্থী বাছাই করেছে। এই অভিযোগ তুলে তৃণমূল কর্মীরা নির্দলে নমিনেশন জমা করেন।এদিন নমিনেশন জমা করার পর সিপিআইএমের  স্লোগানও দিতে দেখা যায় ওই কর্মীদের,এক কথায় সিপিএম সমর্থিত নির্দল দিল তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের এই ভোল বদলে ইতিমধ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক শোরগোল। এবিষয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি,ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ''ঘাটালে তৃণমূলের এখন একাধিক গোষ্ঠী, তাই এমন ঘটনা সামনে আসছে,ওদের নেতা কর্মীরা দলকে প্রাধান্য দেয়নি। তবে তৃণমূল বিজেপির সেটিং বলে অনেকে বলতো,এখন দেখা যাচ্ছে আসল সেটিং তৃণমূল সিপিএমের। ঘাটালে বিধানসভা ভোটে বিজেপি লড়ে দেখিয়েছে, এবার পঞ্চায়েত ভোটেও তারা লড়ে দেখাবে।এটাতো সবে ট্রেলার, এখনও পিকচার আভি বাকি হ্যায়।'' 



যদিও শাসকদলের পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত অবশ্য বলেন,''দলের কেউ এসব করেনি,তৃণমূলের নাম নিয়ে দলকে বদনাম করার জন্য কেউ এটা করে থাকতে পারে।দলের নেতা কর্মীরা দলের সিদ্ধান্তকেই সম্মান দেবে।" আর সিপিএমের তরফে ঘাটালের সিপিএম নেতা তথা জেলা কমিটির সদস্য চিন্ময় পাল বলেন, ''দেওয়ানচক ১ গ্রাম পঞ্চায়েতে ১৯ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৬ টিতে আমরা দলের প্রতীকে নমিনেশন করেছি,যেটা নির্দল বলে বলা হচ্ছে তা নয়।তবে মানুষ মুখিয়ে ছিল তৃণমূলের দুর্নীতি ও গনতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য,আজকে দলে দলে মানুষ আমাদের সমর্থনের জন্য এগিয়ে এসেছে,এটা খালি দেওয়ানচক গ্রাম পঞ্চায়েত নয় গোটা রাজ্য চলছে।''