জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুরে পালিত হল স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবার ঠিক সকাল ৯ টায় মেদিনীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সারেঙ্গী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এরপর সমবেত কুচকাওয়াজে অংশ গ্রহন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পরে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। বর্তমান রাজ্য সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তার দ্বারা রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন তা সাধারন মানুষের কাছে তুলে ধরেন তিনি।