দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ রাস্তার কাজ! কেন্দ্রকেই দুষছে পঞ্চায়েত সমিতি

খাটবাড়ুই থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত একটি মোরাম রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। অভিযোগ,একবছর আগে এই মোরাম রাস্তা ঢালাইয়ের জন্য উদ্যোগ নেয় দাসপুর-১ পঞ্চায়েত সমিতি।একবছর কেটে গেলেও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি এখনও।

author-image
Pallabi Sanyal
New Update
roafd

রাস্তা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : MGNRGA প্রকল্পে গ্রামীণ রাস্তা ঢালাইয়ের জন্য একবছর আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজের খতিয়ান সম্বলিত বোর্ড লাগানো হলেও শুরু হয়নি রাস্তার কাজ,ক্ষুব্ধ এলাকাবাসী।কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়ায় থমকে রাস্তার কাজ, দাবি স্থানীয় পঞ্চায়েত সমিতির। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবাড়ুই এলাকার।
জানা যায়,খাটবাড়ুই থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত একটি মোরাম রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে,এই রাস্তার উপর দিয়ে যাতায়াত একাধিক গ্রামের মানুষের।অভিযোগ,একবছর আগে এই মোরাম রাস্তা ঢালাইয়ের জন্য উদ্যোগ নেয় দাসপুর-১ পঞ্চায়েত সমিতি।রাস্তার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কাজের খতিয়ান উল্লেখ করে রাস্তার ধারে প্রকল্পের বোর্ডও বসানো হয়,এমনকি কিছু মালপত্রও ফেলা হয় কাজ শুরুর জন্য।একবছর কেটে গেলেও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি এখনও,কেন এই ঢিলেমি,কবে হবে এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা ঢালাইয়ের কাজ, এমনই একাধিক প্রশ্ন তুলে সরব এলাকাবাসী।প্রশাসন সূত্রে জানা যায়,২০২১-২২ অর্থবর্ষে খাটবাড়ুই গ্রামে আব্দুল হালিমের বাড়ি থেকে হরেকৃষ্ণপুরে গণেশ খানের বাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার বেহাল মোরাম রাস্তাটি ঢালাই রাস্তা করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজের খতিয়ান সম্বলিত বোর্ড বসানো হয়,ঢালাই রাস্তার জন্য ৪৩,০২,৫১৪ টাকা মোট ব্যয় ধরা হয়।২০২১-২২ অর্থ বর্ষের ঢালাই রাস্তার এই কাজ বছর ঘুরে গেলেও এখনও শুরুই হয়নি,মেয়াদ উত্তীর্ণ এই প্রকল্পের কাজ কি আদেও আর হবে তা নিয়ে আশঙ্কায় এলাকার মানুষ।আর এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদল ও তার সরকারকে কটাক্ষ করে পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে দাসপুরের সিপিএম নেতা গুনধর বোস।যদিও রাস্তার কাজ শুরু না হওয়া প্রসঙ্গে তৃণমুল পরিচালিত দাসপুর-১ পঞ্চায়েত সমিতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দায় ঠেলেছে।পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান,MGNRGA প্রকল্পে রাস্তাটি ঢালাইয়ের জন্য ওয়ার্কঅর্ডার,টেন্ডার প্রক্রিয়া থেকে মালপত্রও পড়ে গিয়েছে কিছু কিন্তু কেন্দ্রীয় সরকার MGNRGA প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে,একশো দিনের মজুরদের টাকা বন্ধ তাই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে।কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় একযোগে লড়াই চালিয়ে যাচ্ছে।কেন্দ্র সরকার টাকা দিয়ে দিলেই কাজ শুরু হয়ে যাবে।"এবিষয়ে অবশ্য স্থানীয় তৃণমূল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, ''কন্ট্রাক্টর চাইলে কাজ শুরু করতে পারতো,অনেকবার বলা হয়েছে কিন্তু কাজ শুরু করেনি।এনিয়ে আমরা ব্লকের বিডিওকে জানিয়ে ছিলাম।কন্টাক্টরকে বলা হলে সে বলছে MGNRGA এর টাকা মেলেনি তাই কাজ শুরু করতে পারছেনা সে।কিন্তু কন্ট্রাক্টর চাইলে কাজ শুরু করতে পারতো,বারবার ওকে বলা হয়েছে কিন্তু এখন দেখছি সে ফোন সুইচড অফ করে দিয়েছে।"কেন্দ্র রাজ্য টানাপোড়েন যাই থাক গ্রামের বেহাল রাস্তাটি দ্রুত ঢালাই করার জন্য কাজ শুরু হোক চাইছেন এলাকার মানুষজন।