ভোররাতে আয়কর হানা, রাজ্যের বিপদ বাড়ছে নতুন করে

মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলীর পোলবার মহানাদ গ্রামের মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যায় আয়কর দফতরের টিম।

যা জানা যাচ্ছে, আয়কর দফতরের টিমের সাথে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে ২টি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে আয়কর দফতর।

hiren