নতুন বছরের শুরুতেই আয়কর হানা

মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা!

author-image
Aniket
New Update
c

 

 

 

পশ্চিম মেদিনীপুর: নতুন বছরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা! মেদিনীপুর শহরের আমতলা সদরঘাট এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে কেন্দ্রীয় সরকারের ইনকাম ট্যাক্সের এর আধিকারিকরা পৌঁছায়। এদিন সকালে ৪-৫ টি গাড়িতে করে আসেন ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা। আয়কর বিভাগের আধিকারিকদের সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বাইরে রয়েছে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। ঠিক কি কারনে এই হানা তা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যায়নি। বেলা বাড়ার পর বিকেলের দিকে, আরও একটি গাড়িতে করে আসেন ইনকাম ট্যাক্সের এক আধিকারিক। বসু পরিবারের ওই বাড়িতে থাকেন রামদাস বোস, চন্দন বোস, লক্ষণ বোস। তিন ভাইয়ের ওই আবাসনে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাছাড়াও আরো বেশ কয়েকটি ব্যবসাও রয়েছে তাদের। কোন ব্যবসার জন্য এদিনের এই আয়কর হানা তা স্পষ্ট নয় এখনো। তবে মেদিনীপুর শহরে আয়কর বিভাগের হানা দেওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।