দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : চলন্ত বাইক থেকে মহিলার কানের দুল ছিঁড়ে ছিনতাই করেও গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেল না ছিনতাই বাজ।এক ছিনতাইবাজকে ধরে খুঁটিতে বেঁধে রেখে তুলে দেওয়া হয় পুলিশের হাতে,ঘটনায় উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জালালপুর এলাকায়।জানা যায়, একটি বাইকে করে দুই যুবক গ্রামের রাস্তায় যাচ্ছিল সেই সময় জালালপুর এলাকায় বছর পঞ্চান্নর এক বৃদ্ধা জ্যোৎস্না বেরা গবাদি পশুকে খাবার দিতে যাচ্ছিলেন। সেই সময় ওই দুই যুবক তার এক দিকের কানে থাকা একটি সোনার কানের দুল চলন্ত বাইক থেকেই ছিঁড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বৃদ্ধার চিৎকারে গ্রামের মানুষজন নিমেষের মধ্যে বেরিয়ে এসে প্রথমে বাইকটিকে আটকানোর চেষ্টা করে, বাইকটি দ্রুত গতিতে থাকায় পেছনে বসে থাকা ওই ছিনতাইকারীকে গ্রামের মানুষজন ধরে ফেলে, পরে গ্রামের মানুষজন একটি ইলেকট্রিক খুঁটিতে ওই ছিনতাইকারীকে বেঁধে রাখে।খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ।পুলিশ গিয়ে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখা ওই ছিনতাইবাজকে উদ্ধার করে দাসপুর থানায় নিয়ে আসে। যদিও এখনো পর্যন্ত ওই ছিনতাই বাজের নাম পরিচয় জানা যায়নি। অপরদিকে পলাতক ওই বাইক চালকের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে দাসপুর থানার পুলিশ।