নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র একটা দিন মেচেদা শ্রীকৃষ্ণপুর অগ্রদূত সংঘের সরস্বতী পূজার উদ্বোধন হয়ে গেল আজ। উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, শ্রীকৃষ্ণপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুনা সি, বিশিষ্ট শিক্ষক সুকুমার মাইতি, আফসার আলী, স্থানীয় পঞ্চায়েত সদস্য রিনা মাইতি প্রমূখ। আজ রক্তদান শিবির দিয়ে শুরু হয় উদ্বোধন। পুজোর কয়েকটা দিন নানান অনুষ্ঠান ও খেলাধুলার নিয়েই চলবে সরস্বতী উৎসব।