গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন

প্রকল্পে আনুমানিক প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

author-image
Adrita
New Update
h

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জামবাদ এলাকার মানুষদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো মঙ্গলবার। খনি অঞ্চল জামবাদ এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এলাকায় পরিশ্রুত পানীয় জলের। এমনিতেই খনি অঞ্চলে জল সংকট থাকে বছরের বেশিরভাগ সময়ই। জল সংকট ভয়ংকর আকার নেয় গ্রীষ্মকালে। এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় পাকাপাকিভাবে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হোক। আর মানুষের এই আবেদনে সাড়া দিয়ে বহুলা পঞ্চায়েতের উদ্যোগে এদিন উদ্বোধন হলো এই প্রকল্পের।

প্রকল্পে আনুমানিক প্রায়  ১৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে জানা যায়। এই প্রকল্পের দ্বারা এলাকার প্রায় শতাধিক মানুষ এবার থেকে পরিশ্রুত পানীয় জল পেতে পারবেন। প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, এছাড়া ছিলেন বহুলা পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিং এবং প্রমুখ নেতৃবৃন্দ।