উদ্বোধন হল আসন্ন দুর্গাপুজোর মেদিনীপুর শহরের গাইডম্যাপ

শুরু হয়ে গেল দুর্গাপুজো।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর মেদিনীপুর শহরের গাইডম্যাপ উদ্বোধন করা হলো জেলা পুলিশ সুপার দপ্তর প্রাঙ্গনে। মূলত মেদিনীপুর শহরের দুর্গাপুজো মন্ডপগুলি যাতে মানুষ খুব সহজ সরল ভাবে দর্শন করতে পারেন সেই কারণেই জেলা পুলিশের এই গাইডম্যাপ প্রকাশ করা বলে জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। 

এছাড়াও পূজোর বেশকিছু দিন আগেই চালু হয়েছে অ্যান্টি ক্রাইম মোবাইল। পাশাপাশি মহিলা নিরাপত্তা নিয়েও ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমাতেই প্রকাশিত হবে এই পুজো গাইডম্যাপ। এছাড়াও পূজোর সময় যদি কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মেদিনীপুর খড়্গপুর ও ঘাটাল মহকুমাতে পূজোর দিন গুলোতে থাকছে গ্রীন করিডর বা গ্রীন চ্যানেল। এই গ্রীন চ্যানেলের মাধ্যমে তাঁদের বের করে আনা হবে।