নিজস্ব সংবাদদাতা: ভালোবাসার মাসে এবার অভিনব প্রচার বিজেপির। বঙ্গ বিজেপির তরফে একটি ছবি ট্যুইট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রেমিক প্রেমিকাকে পদ্ম দিচ্ছেন। সঙ্গে ক্যাপশন এইবার ৪০০ পার। ফলে দেশে গোলাপের পরিবর্তে পদ্ম ট্রেন্ড আসতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
a