পুজোর আনন্দের মাঝেই সামশেরগঞ্জে ভাঙনের আতঙ্ক: স্থানীয় বাসিন্দাদের দুর্দশা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে ভাঙনের কারণে একাধিক বাড়ি ও গাছ তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রাত কাটাচ্ছেন, এবং প্রশাসন তাদের সহায়তায় এগিয়ে এসেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Flood

নিজস্ব প্রতিবেদন : পুজোর আনন্দের মধ্যে একটি করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে। এখানে ভাঙনের কারণে একাধিক বাড়ি ও গাছ তলিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা রোনেশা খাতুন জানান, রাতে যখন বৃষ্টি হচ্ছিল, তখন তার সন্তানরা ঘুমিয়ে ছিল। তিনি কোনও রকমে তাদের উদ্ধার করতে পেরেছেন, কিন্তু জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র কিছুই বের করতে পারেননি।

bhar flood

স্থানীয় বাসিন্দা বকুল রবি দাস বলেন, "রাত কাটছে খোলা আকাশের নীচে। আমাদের নিরাপত্তা নেই। ১২-১৩টি ঘর ভেঙে পড়েছে।" সেখানকার বাসিন্দারা আতঙ্কে রাত কাটাচ্ছেন, এবং স্থানীয় প্রশাসনও তাদের সহায়তায় এগিয়ে আসছে।

Flood

তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম অভিযোগ করেছেন যে, যেখান থেকে ভাঙন শুরু হয়েছে, সেখানে ১৫ কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু সেই কাজ এখনও শেষ হয়নি। তিনি বলেন, "জল নামলেই সেখানে কাজ শুরু হবে।" বর্তমানে ধূলিয়ান থেকে দুর্গাপুর পর্যন্ত ১০০ কোটি টাকার কাজ চলছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনও সহায়তা পাওয়া যায়নি। এই পরিস্থিতি স্থানীয় মানুষের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।