নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট আজ। গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের 'মডেল পিঙ্ক বুথ' সাজানো হয়েছে। এই বুথে ঢুকলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। বুথে ঢুকলে মনে হবে যেন কোনো অনুষ্ঠান বাড়ি।