পানীয় জলে গিজগিজ করছে কেঁচো!  এ কোন গ্রামবাংলার ছবি ফুটে উঠছে

হিঙ্গলগঞ্জের একাধিক গ্রামে পানীয় জলের সঙ্গে কেঁচো উঠে আসছে। সেই জল ব্যবহারের কথা স্থানীয় বাসিন্দারা কল্পনা করতে পারছেন না। যার জেরে হিঙ্গলগঞ্জের ১০ থেকে ১৫টা গ্রামে পানীয় জলের আকাল দেখা দিয়েছে। 

author-image
Tamalika Chakraborty
New Update
 kencho .jpg

নিজস্ব সংবাদদাতা:  পানীয় জলই জীবন। সেই পানীয় জলে গিজগিজ করছে কেঁচো। সেই জল পান করা তো দূরের কথা, স্নান বা হাত-পা ধোয়ার কথাও কল্পনা করা যায় না।  বসিরহাটের হিঙ্গলগঞ্জের মামুদপুর, সাহাপুর, চার নম্বর ও ক‍্যাওড়াখালি সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলে গিজগিজ করছে কেঁচো। যার জেরে বিপাকে পড়েছেন ১০ থেকে ১৫টা গ্রামের কয়েক হাজার বাসিন্দা।  স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,  সরকারি পাইপ লাইনে যে পানীয় জল সরবরাহ করা হয়, সেখানে দীর্ঘদিন ধরে কেঁচো বা অন্যান্য পোকা মাকড় উঠে আসছে। যার জেরে পানীয় জলের আকাল দেখা দিয়েছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতিদিন পানীয় জল আসে না। একদিন অন্তর পানীয় জল আসে।