বন্যার জলের তোড়ে তলিয়ে গেল দোতলা বাড়ি! ভিডিও দেখলে শিউরে উঠবেন

খানাকুলে বন্যার স্রোতে কার্যত তলিয়ে গেল দোতলা বাড়ি। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bengal flood situation

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রায় দুই লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি দোতলা বাড়ি বন্যার জলের স্রোতে কার্যত তলিয়ে গেল। এই ভিডিও দেখে ২০১৩ সালে উত্তরাখণ্ডের বন্যার কথা মনে পড়ছে অনেকের। শিউরে উঠছেন নেটিজেনরা। 

Flood

জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি খানাকুলের কিশোরপুর এলাকার। ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে একাধিক বাড়ির পাশ দিয়ে বইছে নদীর জল। বাড়ির মধ্যে প্রবেশ করেছে নদীর জল। অন্যদিকে পরশুড়ার একাধিক ত্রাণ শিবিরে জল ঢুকতে শুরু করেছে। দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। DVC নতুন করে জল ছাড়ার কারণে খানাকুলের একাধিক জায়গা নতুন করে প্লাবিত হয়েছে বলে জানা গিয়েছে।  বন্যার জল একতলা সমান উঠে গেছে। কিছু মানুষ ছাদে আশ্রয় নিয়েছেন। কিছু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে নৌকা না থাকার কারণে বন্যা কবলিত এলাকার মানুষরা বিপাকে পড়েছেন।  একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মোবাইলের টাওয়ারও বিপর্যস্ত হয়ে পড়েছে।  রাতে আরও জল বাড়তে পারে বলে বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন। 

 tamacha4.jpeg