হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা ফসল নষ্ট, কোথায় যাবেন সর্বহারা চাষিরা

হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা ফসল নষ্ট হচ্ছে ঝাড়গ্রামে। ফসল তোলার আগেই তা নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে বিপদে পড়েছে চাষিরা।

author-image
Tamalika Chakraborty
New Update
elecphant attack .jpg

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে হাতির সমস্যা নিয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানান,  খুদমরাই অঞ্চলে বিশেষতভাবে হাতিগুলি থাকে। সেখান থেকেই পাথরা, ছত্রী অঞ্চল হয়ে আন্ধারি অঞ্চলের দিকে চলে যায়। যে সমস্ত কৃষকদের চাষের জমির উপর দিয়ে হাতির যাওয়ার কারণে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পঞ্চায়েত সমিতিতে এসে যোগাযোগ করলে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সাঁকরাইল ব্লকের বাগমারি, ভালকিশোল সহ একাধিক জায়গায় হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমির ফসল।