নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই একটানা রক্তক্ষয়ী লড়াই চলছিল ছত্তিশগড়ের বিজাপুরে। সেই লড়াইয়ে যৌথ বাহিনীর সংগ্রামে নিহত ১২ জন মাওবাদী। খবর নিশ্চিত করেছেন এলাকারই এক পুলিশকর্তা। বুধবার মাঝরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর এই অভিযানে সকালের দিকে খতম হন কোবরা বাহিনীর ২ জওয়ান। অভিযান এরপর আরও জোরদার হয়। দিনভর চলে গুলির লড়াই।
অবশেষে মৃত্যু হয় ১২ জন মাওবাদীর। জওয়ানদের তরফে এরপর নিশ্চিত করা হয়েছে যে, কোনও জওয়ানের ক্ষতি হয়নি। সকলে সুরক্ষিত আছেন। এই লড়াইকে, যৌথবাহিনীর অন্যতম বড় সাফল্য বলে চিহ্নিত করা হচ্ছে। খবর ছিল, দক্ষিণ বস্তারের গভীর জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। আর সে কারণেই এই অভিযান। প্রথমে মাওবাদীরা নিজেদের আত্মরক্ষায় হামলা চালালেও বাহিনীর তৎপরতায় তারা সকলেই খতম হন।